বইয়ের গন্ধে
      শোভন কুমার রায়
বইয়ের গন্ধে ফুলের সন্ধি
পৃথিবীর সকল কিছু ছুঁয়ে যাক ফুলের সৌরভে
জীবনের প্রতিটি ক্ষণ সাক্ষী হোক বইয়ের গন্ধে
প্রকৃতির স্নিগ্ধতায় ভরে উঠুক প্রতি মুহুর্ত
বৃষ্টির পরশে সজীব হোক প্রতিটি হৃদয়

প্রকৃতির স্নিগ্ধতায় প্রাণ ফিরে পাক
জীবনের জন্য হাহাকার করা
যান্ত্রিকতার যাতাকলে পড়ে থাকা
নিষ্প্রাণ নির্জীব নিস্তব্ধ মন গুলো

সূর্যমুখীর সুরভিতে ভরে উঠুক
প্রকৃতির সকল সৌন্দর্যের বিরান ভূমি
হয়তো সে বিরানভূমি আবার প্রাণ
ফিরে পাবে ফুলের শুভ্র নির্মলতায়

কাঠগোলাপের সাদার মায়ায় হয়তো
কাজলকালো নয়নের এলোকেশী
কোনো এক মেঘবালিকার মন
জুরিয়ে যাবে অপার মহিমায়

জোনাকির পাখায় ভর করে রাতের
তারার মতো আলোর ফোয়ারা নিয়ে
হয়তো তার সে প্রকৃতির রূপময়
আলোকছটায় সন্ধি করবে রাতের ঝিঁঝি

তোমার সাথে বাগানবিলাসে এক কাপ চা
আর হাতে জীবনানন্দের কবিতায়
যেথায় হতে পারে কোনো এক বসন্তের বিকেলে
গৌধূলির রূপে তাকিয়ে রইব মোহমুগ্ধ হয়ে...27/5/24