আজ বসন্ত
শোভন কুমার রায়
চলো না মিশে যাই আজি
যেভাবে বাতাসে মিশে শিমুল পলাশ
চলো না স্নিগ্ধ হই সেই  সুষমায়
যেথা প্রকৃতি হয় কোকিলের উষ্ণ অভ্যর্থনায়
চলো না শিক্ত হয় সেই সজীবতায়
যেথা প্রকৃতি তব  পৌষের ঘন কুয়াশায়
চলো আজি গাহি মিলনের গীতি
যে সুরে রইবে শুধু নিবিড় মমতাও প্রীতি
চলো আজি মিলে যাই প্রকৃতির সাজে
যেথায় আজ ফাগুন এসে করেছে রঙিন
চলো না এগিয়ে যাই
হাতে রেখে সেই তব হাত
চলো মিলি প্রাণের স্পন্দনে
পরস্পরে রেখে অমলিন বিশ্বাস
চলো  আজ গাই সকলে
ফাগুনের রঙ যে এসেছে ধরায়

     -শোভন কুমার রায়, ই ই ই ,রুয়েট, রাজশাহী