দেশের যে অবস্থা ভাই ,
বাঁচার উপায় নাই।
সততার বেশ ধরে ,
ডাকাতি ঘরে ঘরে।
গরীবের টাকা মেরে ,
ধনীরা হুকুম ছাড়ে।
পণ্যের দাম শুধুই বাড়ে,
দুর্নীতি যে সবাই করে।
পুলিশরা কাকে ধরে ,
গরীবকেই  জেলে ভরে।
গরমে মানুষ মরে ,
কারেন্ট তো মজাই করে ,
শুধুই সে আসে যায় ,
মানুষ বলে হায়হায়।
যারা ঘুরে ধনীর বেশে ,
তারাই সুখী দিনের শেষে।
মধ্যবিত্তের মুখের হাসি ,
অভিনয়ই তাতে বেশি।
ফেসবুকের পাল্লায় পরে,
সময়কে বিক্রি করে।  
ছাত্র তো ভুলেই গেছে ,
বই পত্র কেমন আছে।
পরীক্ষা হলে সাদা খাতা,
পাওয়া যায় নকল পাতা।
আমরা কি এ দেশেই থাকি ?
যে দেশের সবকিছুতেই ফাঁকি ।