গল্পগুলো ভাষা হারা , নিত্যই হৃদয় পুড়ছে
আজো তবু জল ঢালি জীবনের রিক্ত গাছে ।
অহরহ চোরাবালি জেগে থাকে ফাঁদ পেতে ,
চাওয়াগুলো ভেসে যায় অন্তহীন চোরাস্রোতে ।


ভাগ্যের রূড় পরিহাস , ফাগুন আসেনা আর !
বৃথা তবু অশ্রু ঝরে , দোষ কি শুধু চোখটার ?
ব্যথাগুলো নিয়ে যাও , পড়ি যে ঝর্ণার পায় ;
স্মৃতিগুলো ফুটে ওঠে , দিগন্ত  রেখার  গায় !


গভীর  অসুখ  বক্ষে  ,  বিঁধেছে  শেলের  মত ; 
চাঁদ কি বুঝিবে  মোর  জোনাকি  হারার  ক্ষত !
ছাদ ভেঙে ঘুম গুলো পালিয়েছে আকাশেতে ,
একলা শহরে আজিকে জাগি এ নিঝুম রাতে ।


পঁচিশ  ঘুমিয়ে আছে বাইশের আঁচল তলে ;
শ্রাবণ  অমৃতে  ভরা  গগন  ঘন  বাদলে
আপনি  আছেন  রবী  পারের ও তরী নিয়ে ,
আজো তাই ভর্সা পাই সঁপে মন তব পায়ে ।