চিরুনি কাঁটায় আলগা সিঁথির নীরব দুপুর
কেমন দানব পিষল জীবন মুছলো বধূর সিঁদুর !
সেদিন কেমন আলতা পায়ের বাজতো নূপুর
বিষন্ন নীড়ে বেদনার হূলে ক্ষতবিক্ষত সে সুর |
দুখের সংসারে হাভাতিরা মরে ঈশ্বর পাষাণ
পেটে চিতা জ্বলে শূন্য হাড়িতলে ক্ষুধার ভাসান !
বিবেক পুড়িয়ে সাজে সবে মূক , কেমন বিধান ?
হৃদয় দ্বারেতে বিদীর্ণ বক্ষ , জীবনাবসান !
সাঁঝের বেলায় পেলাম খবর আসছে যে খোকা
দগ্ধ হৃদয়ে ফোটে তবু হাসি নাচে খুশি পোকা |
কথা ছিলো বহু হয়নি যা বলা বলবো সবি তা
ফুরাতেই রাত শোকে কুপোকাত এলো যে বার্তা !
আকাশ পাড়েই চাঁদের সাথেই অস্ত গেছে সে
ক্ষুধার জ্বলন নিভলো যে তার চিরনিদ্রারো দেশে |
স্বপ্ন নিয়েই হাটছিলো পথ ফিরতে গৃহেতে
পথের উপরে থামলো জীবন ভাগ্যের করুন চাকাতে |
দূরের আকাশে অচিন বাতাসে হারালো যে সব
চেনা দিনগুলো অচেনারো সাজে তোলে কলরব |
ঘুমায় শিশুটি কাপড় দোলায় বোঝেনা সে দুখ
জাগলে পরেই চাই তো যে তার দুগ্ধেরো সুখ |