আঁখি মেলিতেই রাখিয়া এলেম দেখি
উনত্রিশখানি বছর স্মৃতির সরণীতে , সখী
নব ভোর , আনিলে নূতন আরো একখানি
বছর,আষাঢ় ঝরা এ পথে,হে নূতন সন্ধানী |
তমসা হরিয়া মোরে আলোকিত করিল আসিয়া
সে জোনাকি,ক্ষুদ্র নীড়ে ,ভরিল এ নিঃসঙ্গ হিয়া |
কুঞ্জেতে ত্রিশ আজি , গাহিছে যে জীবনের গান
তবু মন ভার,ওপারে আমার উনত্রিশ হল যে ম্লান !
কত না স্বপন আঁকিলেম বক্ষ জুড়িয়া যে তার ,
সকলি লয়ে দিলো মোরে ফাঁকি,আঁধারে একাকার !