বিশ্বাস করেছি আমি তব নির্দিধায়
বুঝি এই ছিলো মোর ভীষণ সে দোষ ,
জ্ঞানত আর ছিলোনা কোনো অপরাধ
পেলাম তবুও , অতি যন্ত্রনার সাজা !
কিবা হেতু নিষ্ঠুরতা দেখালে যে এত
অর্থহীন বৈরিতার জ্বালিলে অনল
জ্বলে দেখ মোর বুক সে অনলে পুড়ে ,
শুধিবে বলো কেমনে হেন মহা পাপ !
চাহিতে বিচার দেব আঙিনাতে আমি
করিব না দরবার | জেনো সদা তুমি
মোর শত দুখ রুধিয়া , চাহিব তব
কল্যাণ | দিলে যে ক্ষতগুলি উপহার
ঠেলিল তাহারা মোরে মৃত্যুর দোয়ারে
জানিব তবুও , ইহা সৃষ্টির নিয়ম !