দিনগুলো উবে যায় অসীমের ঠিকানায়
রাত নামে চোখে তারাদের সীমানায় ।
হিসাবের হিসাব মেলে না কোনো কিছুতেই
বসে রই মুখ গুঁজে দগ্ধ হৃদ চরেতেই ।
স্মৃতির সে জলসাঘরে জেগে উঠে মাঝ রাতে
আপনারে খুঁজে ফিরি হারানো দিনের পথে পথে ।
ম্লান হয়ে গেছে দেখি সেদিনের সব কলরব
বড় অচেনা যে লাগে আজ চেনা পথেদের সব ।
সে দিন আকাশে ছিল যে চাঁদ নক্ষত্র পাশে
আজ তারে পাই না এ রাতের ক্যানভাসে ।
কবে যে সে ডুবে গেছে নীল সাগরের মাঝে
পাই নি সে খবর আমি নীহারিকার কাছে ।
শত নালিশের শব্দমালাতে ভরানো
সব চিঠিগুলো , উড়িয়ে দিয়েছি তার খোঁজে ;
কোনোটিই তার ফেরেনি উত্তর নিয়ে আজো
মণিহারা এ হৃদয়ের দীপপুঞ্জে ।
অমানিশা ক্রমে ক্রমে জাল বুনে বসে আছে
ব্যথাতুর এ মনের সব আনাচে কানাচে ।
কবে যে হেথায় শেষ ট্রেনখানি এসে পৌঁছায়
বসে আছি পথ চেয়ে তারি অপেক্ষায় ।