হতে পারে ছোট্টো অতি শিক্ষক শব্দটি ,
তবু অর্থ তার সীমাহীন আসমান সমান ।
শিল্পীরা যেমন নির্দ্বিধায়
কাদার দলাতে , বানিয়ে দেন ঈশ্বর মূর্তি ;
তেমনি শিক্ষক
উপহার দেন , সমাজের নব প্রজন্মের অভিধান ।
তাঁহার দু'চক্ষু দিয়া কতই না দেখিল জগৎ
অশিক্ষার সকল আঁধার দূরীভূত করে ;
তাঁহার মহান আদর্শে গড়িল কত , আপন জীবন
ফোটাতে নব অঙ্কুর জগৎ সংসারে ।
তাঁহার ও যাদুবলে আঁখি মেলে শতদলে
পাক হতে সহস্র পঙ্কজ লভিলো তার জনম ;
অলিরা দলে দলে বিলায় জ্ঞানের আশিস
নত শিরে ভাবি ফুলে ফুলে , মানি আপন ধরম ।
তাঁহার কোমল হিয়াতলে করিছে যে ঝর্ণা বাস
তারি অমৃত ধারায় জাগে কত মৃতপ্রায় তৃণঘাস ।
তাঁহার ও পাদপদ্মে লুটায় সকল অহংকার
অর্জুন সারথি তিনিই তো , দৃড় হস্তেতে তাহার
হয় পরাজিত যত সে অজ্ঞানতার অন্ধকার ।