জন্মের আগেই মৃত্যু হল আবেগি মনের সত্তাদের
বোধনের আগে বিসর্জন ঐ কুমারটুলির মূর্তিদের !
দুঃস্বপ্নের চোরা মেঘ সাজাল আকাশ কালো রঙে
কেমনে বলো সূর্য ওঠে এ বাঁধার প্রাচীর ভেঙে ?
চোখের উপর মৃত্যু খনি খুড়িলো কোন সে জন ?
আবাক মনের কথাদের ভালে অসহ্য দহন !
এক বুক ভালোবাসা ভরা রক্তাক্ত সব পোস্টকার্ড
হারিয়ে গেছে রাতের দেশে নীরব নিথর বার্ড !
কোন সে আকাশে খুঁজি আমি হারানো সে কলরব
ধরাধামে বসেছে আজ মানবতার শেষ মহোৎসব !
বুকের ভিতর জ্বলে আগ কোথা করি উদ্গিরণ
পিছু ফিরে আসো যদি মৃত্যু তব করবে বরণ !
এগিয়ে চলো বজ্র বেগে সকল বাঁধা ঠেলে ঠেলে
দুর্বলেরে সবল করো বিদ্রোহেরি অনল ঢেলে |
তোমার পথেই হাসবে ঊষা নব প্রভাতের ক্ষণে
এখন তুমি হিংস্র হও শতাব্দীর শাপমোচনে |