ঊষার আলোতে উঠিল হেসে
নব প্রভাত ,
অশনিপাত
চলিছে তবুও হৃদ আকাশে !
দ্বারেতে দাঁড়িয়ে শীর্ণকায়
হাভাতি মুখ ,
পাষাণ বুক
ভোলে কেমনে তার সব দায় !
রয়েছে তোমার অধিক সবি ,
ক্ষতি কি দিলে
হৃদয় মেলে
ক্ষণিক তাহারে,ও যে অভাবী !
চাল চুলো হীন ও বড় দীন
চাহিল ভিক্ষা ,
তবু উপেক্ষা
করে ও , সভ্যতা অনুতাপ হীন !
ওঠো জাগো তুমি হে মানবতা
দেখ চাহিয়া ,
রিক্ত হিয়া ,
চায় সে একটু সহযোগিতা ।