আসিল আঁধার ঘন করি
হৃদয় আকাশ ঘিরি ধরি
প্রলয়ী তুফান
বাজিয়ে বিষাণ
কাঁপিয়ে এ প্রাণ
বুঝি নাই আর পরিত্রাণ ;
রুধিবে কেমনে সহচরী ?
শোণিত বরণ দিনমনি ,
দিগন্তে ঝরে লহু তারি
বুঝি ;
আজি ধ্বংস উঠিল বাজি
প্রলয় নাচন সে যে নাচি
বজ্র উঠিল যে দ্যাখো সাজি
মেঘে মেঘে ছুঁটিছে পৈঁশাচি !
সৃষ্টিরে বুঝি করিবে নাশ ,
ত্রিভূবনে সে যে ছড়ায় ত্রাস !
হুংকারে তার
নড়িল শিকড়
কাঁপে গৃহদ্বার
ঝরে ঝর্ ঝর্
প্রাণও বীণার
সব ঝঙ্কার ,
ওরে ও প্রাণেরও দোসর
তুই ও কি হলি আজ পর ?
ডাকিলেম তোরে কত করে
আসিলি না তবু মোর দ্বারে
বিঁধিল সায়ক এ প্রাণের পরে ,
আজি শূণ্য মোর বাহুডোরে
খেলিছে মৃত্যু অনিবার !
লিখিয়া গেলেম তাই
মোর শেষ রক্ত ধারায়
মিলিব ঠিক পূণর্বার !