দূরের আকাশে শুনি ও কার
বেদন ভরা কান্না !


রক্ত জবার শরীর খুঁড়ে
ধূলায় লুটিয়ে , বৃন্ত মুড়ে
দানব দল দিলো ফেলে তার ;
এই কি মোদের প্রার্থনা ?


ও কি মোদের কেউ না ?


আপন স্বার্থে চলেছ পথে
শোননা কারো চিৎকার !


দানব তাই ছাড়ে উল্লাস
বিষ দাঁতে কাটে কচি তৃণ ঘাস 
নাই কেহ , যে লড়ে তার সাথে ;
দিই কি তব উপহার !


লও ধিক্কার শত বার !


ক্ষুধার জ্বালায় এঁটো থালায়
খাবার খোঁজে যে জন ;


তাহারেই তুমি অচ্ছুত বলো
ঘৃণার রোষে পদ তলে দলো ;
কূ কথায় বিঁধে আবার তায়
ধরাও হাতে সমন !


ও কি তোমার দুশমন ?


অন্যায়ের কাছে নত মস্তকে
পড়িয়া রও নিশিদিন !


যারা তোমায় ফাঁকি দিয়ে খায়
হকের বস্তু কাড়িয়া লয়
তব সম্মুখে দিনের আলোকে ;
করো কেমনে তারি গুণগান ?

এই কি তুমি স্বাধীন ?


তুমি নও কি পরাধীন ?


জাগিবে কবে তুমিই বলো
দেখিতে এর শেষ টা ।


এগিয়ে এলে সবাই মিলে
ভাসান যাবে অথৈ জলে
দানবের ও সাম্রাজ্যগুলো ;
হাসবে মোদের দেশ টা ।


হাতে হাত ধরি চলো করি 
সকল তারি প্রচেষ্টা ।