# প্র -কাশ পায়নি যে অভিযোগ
রুধিলে যাহারে অন্তপুরে ,
বিকশিত হতে দাও সুযোগ
রেখোনা বাঁধিয়া আঁধারে তারে |
# তি -ব্র হুংকার ছাড়ো এখুনি
থেকো না আর পদতলে পড়ে |
অনেক হলে তুমি অপমানী !
নাও অধিকার এবার লড়ে |
# বা -ধ্য তোমাকে সে কেন করিবে ?
মানিতে তাদের তৈরি নিয়ম |
চুপ করে আর কত সইবে ?
ব্যথা বেদনার এ সঙ্গম !
# দ -র্শন তোমা দিবে না কেহ
নাও হে তুমি আজিকে শপথ |
চুরমার করি সকল মোহ
ছোটাও তোমার ক্ষিপ্ত রথ |