কে গো তুমি ?
জেগে আছো এতো রাতে !
শোনাও কাহারে তব ও চিৎকার ?
এই রুক্ষ ভূমি ,
আগলে রেখেছ যাহারে ওই দুটি হাতে ;
শুনতে পেল কি সে , বুক ফাটা হাহাকার ?
চেয়ে দ্যাখো চারিদিক
নিশাচর শুধু জাগে ।
অট্টহাসে দশ দিক ,
নাচে পিশাচ ঐ , রিক্ত কুসুমের বাগে !
কে গো তুমি ?
চুপিসাড়ে চলে যাও !
ক্ষণিক ফিরিয়া চাও ;
ছেড়ো না এভাবে জমি !
দেখিবে কতো বলো আর
পথে পড়ে থাকা ছেঁড়াখোঁড়া নগ্ন দেহ !
ঘুম কি ভাঙিবেনা তোমার ?
কাটিবেনা কি স্বার্থের জমাকৃত যত মোহ ?
চোখের সম্মুখে ঘটে যায় সব ।
দেখেও দ্যাখোনা কভু ,
সয়ে যাও চুপচাপ ।
ওঠে না কণ্ঠে তোমার বিদ্রোহের রব ।
মানিলে কি তারে প্রভু ?
এ কি নয় মহা পাপ ?