শেষ অনতি দূর
কুয়াশায় ঝাপসা
সমুদ্দুর !
ঝাপটায় প্রাণ পাখিটি
এলো ঝড় , কোথা ছুটি |
তার ভ্রুকুটি ,
দেখি রোজ আঙিনায়
ঝরে চাঁপাটি !
সময়ের চাকাতে
এলেম ফেলে শেষ পথ !
তার সে মৃত্যু রথ
উড়িয়ে পথ ধূলি
ভরা গোধূলি
করিলো যে আঁধার ;
খুলিলো মোর গৃহ দ্বার |
হায়রে স্বপন
কিসেরো লাগি আজো
ছাড়লি না এ মন |
ঝরা বকুলে হাসি
ফোটাবেনা তোর বাঁশি !
তবু কেনরে
এ খালি কুঞ্জ পরে
বসন্ত গান
গাইলো আবার তোর প্রাণ
রিক্ত পলাশ ডালে |
নাইতো মোর ভালে
কোনো সুখতরী লেখা
দিবে কে দেখা ?
সব খেলাই হলো শেষ !
কিছু নাই অবশেষ !
দিবান্তে তায়
খালি হাতে ফেরায়
কার দুঃসাহস |
সাড়া হীন হৃদকোষ !
মোর নীরব বিদায় !