অসীমের বুকে সসীমের পদচিহ্ন
আঁকিলো এক দল রাঙা মেঘমালা |
সুখ ডালি সারি সারি রাখি ভিন্ন ভিন্ন
ভাসালো নীল সাগরে স্বপনের ভেলা |
গোধুলির আঙিনাতে মায়াবি হৃদ্যতা
বৃক্ষরাজি মাথা তুলি পান করে সুধা |
নীলম্বরা নদী পেলো যে ফিরে পূর্ণতা
নির্জন প্রান্তর মেটায় সকল ক্ষুধা |
পাখপাখালি ডালেতে করে ডাকাডাকি
শূন্যের মাঝেতে সাদা বক মেলে ডানা |
যুবতী আকাশে শুধু আমি চেয়ে থাকি
দিগন্ত রেখায় জুড়াই সব যন্ত্রণা |
হৃদ দগ্ধতার ধূমে হারানো জীবনে
অম্বর ফেরালো প্রাণ , মৃতসঞ্জীবনে |