# মা -নুষ বুঝি সে , সেজেছে আজিকে ফানুস
উড়িতে চায় গগন চুমে !
# ন -কলের ভিড়ে ঠকিতে ঠকিতে প্রাণ যায় ,
বিবেক বুঝি গেছে শীতঘুমে !
# ব -কুলের ভাঙা পাঁজর মাড়িয়ে যায় চলে
পথের দেবতা , স্বর্ণ রথেতে !
# তা -ও চুপ এক বুক ব্যাধি লয়ে সও যাতন !
মুখরিত হবে কবে আবার এ ভূবন
গণ ধিক্কার ধ্বণিতে !
# র -ক্ষক যেথা ভক্ষক , বৃথা সেথা শোক ,
বেছে নেওয়া যায় না কি চরম উপায় ?
# অ -শেষ কৃপাতে , বক্র যাদের দৃষ্টি,তুমি কি
পাও তাদের ভীষণ ভয় ?
# ব -ক্ষ ফুলিয়ে দাঁড়াতে সম্মুখে যদি রুখে ,
সরে যেত সব কালো ছায়া |
# ক্ষয় -করো দুর্বলতা যত পিঁছু টানে যারা ,
বীরের মত ত্যাজ আজিকে সকল মায়া |