কে তুমি ?

আমার বন্ধ ঘরের বন্ধ জানালা খুলে
চারদেওয়ালের মাঝে বন্দি পাখিটিরে 
আবার নতুন করে মুক্ত আকাশ দেখালে !

রিক্ত ডানায় ঝরে যাওয়া পালক সাজিয়ে 
আবার তারে উড়তে শেখালে বাতাসের
তালে তালে ।


কে তুমি ?

লুট হয়ে যাওয়া মেঘেদের ফিরিয়ে এনে
সাজালে আবার নূতন করে 
আমার রিক্ত আকাশটিরে ।
দিগন্তপারে ম্লান হয়ে যাওয়া দিনগুলি
জেগে উঠিল আবার এ নব ভোরে ।


কে তুমি ? হাতের আড়াল করে 
জ্বালিছো আবার নেভা দীপগুলি মোর দ্বারে ।

আমার হারিয়ে যাওয়া ভালোলাগাগুলি সব 
সেলাই করে , বুনে দিলে আমায় যতন করে 
দু'চোখের কোণে হাজারো সোনালি স্বপ্নের ভিড় ।

রাত দেখে যার ভয়ে থরথর কাপত বুক 
আজ তার আঁটকে গেছে চোখ রাতের আকাশে ;
ব্যাথাদের মাঝে প্লাবনে ভাসালে আমারে তুমি
আনি এ কোন সুখসাগরের নীড় ?