জীবন ;
বড় কঠিন যে পথ চলা
পদে পদে ঠকবাজের মেলা
চালাকির ফাঁসে গাঁথা মালা
সুযোগ পেলেই গলে পরায় |
ভূবন ;
মাঝেতে আছে কোথা সে সৎ
খুঁজিবে কেমনে ভাঙি দৈরত
দুষ্টের মায়াবি অধিরথ
পিষতে প্রস্তুত , তব হৃদয় |
বিশ্বাস ;
তুমি কাহাকে করিবে বলো
মিঠে মুখ অন্তর ভয়ালো
আঁধার সত্য নিভিছে আলো
তব পথ কণ্ঠকেতে পূর্ণ |
নিশ্বাস ;
বহিবে তোমার যত দিন
দেখ সবে নীরব তুহিন
শোধেনা কেহ সৃষ্টির ঋণ
মানবতা , সায়ক বিদীর্ণ |
……………………………………………………
( মাননীয় কবি তাওহিদ তালুকদার-এর কবিতা " খাঁটি নাকি নকল
পড়ে অনুপ্রাণিত হয়ে কবিতাটি লেখা , তাই কবিতাটি ওনাকেই উৎসর্গ করলাম )