নদীয়ার মাথাভাঙ্গা নদ হতে প্রবাহিত জলধারা
প্রবেশ করিল , কিছু পথ এসে ওপার বাংলায় ।
বহু পথ ঘুরে সেথা , ফিরিল আবার সেই ধারা
এপার বাংলার মাটিতেই , নিজ হতে পুনরায় ।
কতই না ইতিহাস লেখা হল তার তীরে তীরে
আজো তারা জেগে আছে রাতের গভীরে ।
শোষণ,শাসন অত্যাচার কত না সয়েছে মুখ বুজে ।
আবার কখনো তার দু'ধার উঠেছে গর্জে
স্বাধীনতার দাবিতে , বিপ্লবীদের আওয়াজে ।
ইচ্ছামতি তুমি ইছামতী , মায়া তোমার অপার ;
স্বমহিমায় বিরাজো দুই বাংলার সীমানা বরাবর ।
এপারেতে এক ভাই , ওপারেতে তারি আর এক ,
তোমার বক্ষেতে মিলিয়া ঐ মেটায় তাদের সখ ।
একই ভাষায় গান গায় তারা , এক ভাষাতে আলাপ
সকল বেদন ব্যক্ত করে শোনায় তাহাদের বিলাপ ।
জানে আকাশ জানে বাতাস জানে ও আপন জন
ভাগ বাটোয়ারার সে ভীষণ দিনের বিবরণ ।
বক্ষে ধারণ করেছ তুমি একই নাড়ির দুটি দেশ ;
নাড়িতে নাড়িতে যোগাযোগ , এই তোমার বিশেষ ।