ইছামতীর সাথে আমার বহুদিনের সক্ষতা ;
নাড়ির সাথে নাড়ির যেমনি থাকে হৃদ্যতা ,
আমাদের ভাবটিও তার থেকে কম কিছু নয়
দেখা হয় দুজনায় নিত্য , গোধূলি বেলায় ।
ইছামতীর শরীরে তখন যৌবন ঢেউ তোলে
অস্তগামী সূর্যের আভায় ডালিম রাঙা শাড়িতে
রামধনুর ছোঁয়া মেখে তার পরতে পরতে
যেন কোনো অপ্সরী চলেছে পথে দুলকি চালে ।
আমি তখন কর্মক্লান্ত পরিশ্রান্ত শরীরে
দিনের শেষে ফিরি আপনার বসত নীড়ে ।
হৃদয়ের টানে বসে পড়ি তার তীরে , তারপর
হারিয়ে যায় দুজনে অজস্র গল্পের ভিড়ে ।
কথায় কথায় কখন যে সময় পেরিয়ে যায়
আকাশের মাঝে ভিড় জমায় সহস্র তারা ;
ঢেউয়ের বুকে ভাসমান চাঁদ তারি জানান দেয় ,
আঁধার মাঝে মোদের জোনাক দেয় পাহারা ।