আমি দিক ভ্রান্ত পথিকের মত
ঘুরেছি ভবঘুরে কংক্রিটে মোড়া শহরে ;
আমি ঘুরেছি মরাল বেশে 
অজানা কত না দেশে দেশে
সয়েছি মত্ত ঢেউয়ের যাতনা শত শত !


আমি দেখেছি সব নদী
মোহনায় প্রেমিকার মত ভুলে বিরহ যত
দিয়েছে ধরা শেষ রাতে
নীল সাগরের হাতে ;
অভিমান তাহার মিলনে হয়নি তো বাদি ।


আমি ঘেঁটেছি সব চোরাবালি
খুঁজেছি সারা বেলা ধরে তন্ন তন্ন করে ,
উড়িয়েছি ধূলি মরুর পথে পথে
পুড়িয়েছি নিজেকে জমা বরফ গলাতে ,
তবু পাইনি তোমা , ফিরেছি শুধুই খালি খালি !


আমি হেঁটেছি কত বাউল হয়ে 
মেঠো পথ ধরে কত না প্রান্তরে প্রান্তরে ,
সবুজে সবুজ মিলে
ঢেউ তোলা বিলে বিলে
সোনালী ও ধানের শিষে অলি হয়ে এসে....


আমি খুঁজেছি তোমায় গাঙচিল হয়ে
নীলাকাশের মাঝে মেঘেদের ভাঁজে ভাঁজে 
পাহাড়ের ঢালে ঢালে
গাছেদের ডালে ডালে
তবু পাইনি তো তোমারও দেখা কোনো উপায়ে.... 


আবার যদি কখনো তোমার মনে পড়ে 
স্মৃতির সে পথ ধরে ধরে 
ফিরে এসো তুমি তোমার সে ঘরে ;
আমি রইবো সেথা তুমি জেনো 
হাজার বছর পরেও ।