শিয়রে অগ্নিকুণ্ড জ্বেলেই ঘুমোচ্ছো তোমরা ;
ভেসে চলেছো স্বপ্নের সোনালি সব প্রান্তরে !


ও দিকে সে অগ্নি , বিষ্ফোরণে বিষ্ফোরণে 
ছুটছে , অচিরেই আকাশ দখল করার লক্ষে !


দু'বালতি জল দেওয়ার মত জেগে কেউ নেই !


যার ঘর পুড়ছে , শুধু সেই চিৎকারটি করছে ;
বাকি সব কানে তুলো গুঁজে সুখেতে ঘুমোচ্ছে ।


উত্তাপে উধাও হতে চায় তোমার সকল আবরণ ,
তবু তুমি নির্বিকার , যেন শুভ্র তুহিনের উদাহরণ !


যাকে তুমি পাশ কাটিয়ে যাবে বলে ভেবেছো ,
সে কি তোমায় ছাড়িবে পথ ?
বিবেকের কাছে কখনো কি এই প্রশ্নটি করেছো ?


তোমার পালা ও আসিবে অতি সত্বর ।
পালাবে কোথায় তুমি ?
ঘুরছে সে দানব দ্যাখো , তোমারি চত্বর ।