তুসের আগুনে ধিকি ধিকি জ্বলে
সভ্য সমাজের লাজ আবরণ !
ভাঁটার আকাশের ধোঁয়াতে ভাসে
পোড়া মাটির অকথ্য যাতন !
বসন্ত আর মাখেনাতো রং
কোকিল গাহে না আজ আর গান !
নির্বাক দেবতা , সাজে সবে সং
ফল্গুর জলে বিবেক ভাসান !
চির সবুজ ও ঘাসের শিরেতে
জমেছে যে দেখ ঐ লাল শিশির !
অভাগা পেটগুলি ডাকে ভোরেতে ,
উপবাসী অনল ও জ্বালায় কুঠির !
বিদায় জানাই তোমাকে আজ হে ফাগুন বাতাস ,
ফিরে যাও তুমি , এখানে হয় না---শান্তির চাষ !