উজান স্রোতে চলেছে ভেসে
শরৎ মাখা ও দোপাটি ।
ঝর ঝর ঐ ঝরে যে যায়
রামধনুর জীবন চিঠি ।


নীলের মাঝে বসেছে যেই
রঙিন মেঘের বাসর ।
ঈশান কোণে উঠিল ডেকে
কালের দানব দোসর ।


কাশের শিরে শোণিত ক্ষরে
ভেঙে ঐ অলির পাঁজর ।
স্বপন ভরা কুঞ্জবনে
পড়িল কাহার কুনজর ।


বিঁধিল তীর বক্ষেতে তার 
শেষ বিকালে ঘরের কাছে ।
কেমনে ফেরে পাখিটি আজ
বাতাস ভরে ডানার মাঝে ।


চাঁদের পিঠে লেগেছে দ্যাখো 
সর্বগ্রাসী ও গ্রহণ ।
পিছন হতে মারছে ছুরি
কাপুরুষ দুশমন  ।