সময়ের হাপরেতে ভাগ্যের জ্বলন
দিক ভ্রষ্ট সব সুখ তরীর দাফন !
দুখ রূপি সে বজ্রের তীব্র রোষানল
শোকাহত কুঞ্জে নিদারুন দাবানল |
ঝরা বকুলের পোড়া হৃদের আকুতি
চাতক করিছে বারি বিন্দুর মিনতি |
এক দল পঙ্গপাল ভাঙিলো পাঁজর
রুক্ষ ধূলিঝড় মারে হাতুড়ি সজোর |
রক্ত করবীর বর-মাল্য উপহার
নব দম্পতীর ভালে দেখি হাহাকার !
স্বপ্ন নিয়ে রোজ যে জন যেত ঘুমাতে
সভ্যতার দ্বারে সেই শূন্য থালা হাতে |
আজ যে শিশুগুলির মুখে ভাত হত
দুর্ভিক্ষের মেঘ এসে করিলো রক্তাক্ত !