যতখানি ছিল গো বলার
হয়নিতো ততখানি যে বলা |
চলে গেলে তুমি দিবা শেষে,
আঁধার পাশে রেখে একেলা !
তোমার নিশি , স্বপন ভরা |
আমার আকাশে শুধুই ক্ষরা !
কোথায় ঊষা ? ডাকি যে তারে ,
কুহক তবু ঢাকে যে বারে বারে !
দিনের রাণী আমার ভালে ,
তলিয়ে গেছে সরযূ জলে !
আমার পূজার এলো সমাপ্তীর ক্ষণ |
তোমার ঠাকুর বুঝি দিল দরশন ?