আমি মৃত্যুর দ্বারেতে প্রাচীর তুলেছি
জীবন কে দিয়েছি সে মুক্ত আসমান |
তোমা হতে বহুদূরে ঠিকানা গড়েছি
ব্যথার ভীষণ গরল করিয়া পান |
ভয়ালো বাতাসে ভাঙিল যে ঘরখানি ,
বেঁধেছি আবার তারে হৃদ বালুচরে |
উপেক্ষি দানব ঘূর্ণির চোখ-রাঙানি
রাখিলেম পদ মর্মস্পর্শী গৃহ দ্বারে !
আমি যমের সাথেই সন্ধি করিলাম
প্রাণের বদলে হৃদয় কমল দানি |
কালের দোয়ারে ঐ বন্ধক রাখিলাম
মোর জীবনের সকল স্বপন-খনি |
আমি উন্মত্ত তুফান জন্ম দিই সত্যি
বুকের মাঝে জ্বালায় যত ভৃত্য বৃত্তি !