তোমাকে ফিরতে বলে
পাঠিয়েছিলাম যে চিঠিগুলি ,
প্রত্যুষে জানালা খুলে
দেখি বাতাস খুবলে খায়
তাদের পাঁজরগুলি !
যে নীলাকাশেতে তুমি
স্বপন দেখাতে মোরে রাতে ,
আজ সে অন্যের জমি |
আমার আকাশ ভরে গেছে
তারা খসা গল্পেতে !
রঙের ছোঁয়া লাগানো
প্রথম দোলের সেই স্মৃতি
লাল আবিরে রাঙানো
সিঁথি | পারিনি ভুলিতে আজো
লাজুক মুখের স্ফূর্তি |
তোমার ও বাহুডোরে
উষ্ণ আলিঙ্গনে যারে
বাঁধিলে মনের ঘরে
তাকে দিও পূর্ণিমা সারাক্ষণ |
আমার চাঁদে লাগুক গ্রহণ !