সময়ের ডাক পারেনা কেহ ফেরাতে
আমি,তুমি বা সে,বন্দী আছি তার হাতে
শুধু কটা দিন কাটে যে অভিনয়েতে
এ বিশাল রঙ্গ-মঞ্চে চলি এক পথে
আমি , তুমি বা সে , একই ধারাতে !
নিত্যই প্রবহমান জন সমুদ্দুরে
ফুটেছি ক্ষণিক কমল হয়ে পুষ্করে
মধুকর আসি ভালোবাসা দিলো ভরে
ভরিলো হৃদয় পূর্ণ অঞ্জলি পরে
এবার ছাড়িতে স্থান ডাক ঐ এলো রে !
তবু অভিযোগী মন মানিতে পারে না
রচিলেম কত গল্প , শোনানো হল না
সুখ-দুখের সাগরে সে ঢেউ এলো না
যার লাগি নিশি দিন আমি আনমনা |
শুধালেম তারে এখুনি কি হবে শেষ ?
কিছু খেলা রহিলো যে পড়ে অবশেষ ,
ছাড়িবো কেমনে হেন মায়ারো আবেশ
কিছু সময় চাইছি যে ভিক্ষা হে ভবেশ
ফিরায়ো না রিক্ত হাতে তুমি ঋষিকেশ !
শোনে কে বা কার কথা এলো শেষ বার্তা
তুলি নিলো তার রথে কালের কর্তা ,
অভিমানী মনে পেলো ঠাঁই নিরবতা
আমি , তুমি বা সে , শুধুই বন্ধকি আত্মা |