চোখে কালো পটি বেঁধে বসে আছে সবে ;
সাধের অন্ধ সাজার হিড়িক লেগেছে ভবে !
লাইন দেখে মাথায় হাত রেখে বসে কারিগর !
অগত্যা নাওয়া খাওয়া রেখেই চালাচ্ছে লড়াই জোর ।
ফিতে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে সহকারি ,
কার চোখে কত মাপ কষছে তার হিসাব দরকারি ।
এক চুল ভুল হলে মাপ , ওঠে তীব্র কলরব ;
এত বড় ভুল , দেখা যাচ্ছে অযাচিত দৃশ্য সব !
ভয়ে ভয়ে তাই চালায় তার ও কাঁচি
ত্রিভূবনের সুদক্ষ দর্জি !
মেশিনের চাকা ঘোরে দ্রুত থেকে দ্রুততর বেগে ;
করতে হবে কাজ সব ভোরের আলো ফোটার আগে ।
চোখের পলকে ওঠে নামে সূচ সভ্যতার পথ বেয়ে ;
সেলাই হয় চোখ আভরণ , নির্যাতিতের শিরা দিয়ে !