আমি থেমে গেলাম ;
আর তারপর …
তারপর , নিঃশব্দে নেমে এল আঁধার !
নীলিমার বুকে লেখা হল চাঁদ আর
তারাদের বনবাস !
রক্ত শুষে নিল অমানিশা
অসহায় জোনাকির !
ওর ক্ষুদ্র আলোই ওকে ঠেলে দিল
মৃত্যুমুখে !
চুপচাপ দাঁড়িয়ে দেখলো গাছেরা !
থমকে দাঁড়িয়ে রইলো নির্বাক প্রহর !
সর্ব শরীরে তখন তার
নিথর রজনীর রক্ত মাখা !
শোণিত প্রবাহে রক্তিম হয়ে উঠেছে
নদীরা সব !
শূণ্যে মহাশূণ্যে প্রতিধ্বনিত হচ্ছে
সাগরের বেদন ভরা আর্তনাদ !
থেমে গ্যাছে ঝর্ণার কলরব !
বজ্রের আঘাত হতে রক্ষার্থে
পাহাড়ের বুকে আশ্রয় খুঁজছে অসহায়
মেঘ !
শ্বশানের উপর চিতা সাজাতে ব্যস্ত
তুফানি বাতাস !
ছোঁ মেরে চলেছে অনব্রত
পাষণ্ড নিশাচর !
থাবা তার রক্ত জবার মত রাঙা ।
বিষাক্ত নখে ছিঁড়ে খাচ্ছে
আগামীর সকল ভবিষ্যৎ !
আমি থেমে গেলাম ;
আর তারপর …..
তারপর , প্রথিবীটা হয়ে গ্যালো
দানবের আঁতুড় ঘর !