দেখিলে কি কভু ?
ছায়াপথ হীন তারাদের ক্রন্দন ,
নীরবে ঝরার করুণ সে দৃশ্য ,
অসহায় হৃদয়ের আত্মসমর্পন !
কানে এলো কি তোমার ?
লক্ষ লক্ষ তারাদের মাঝে তার
থাকতে চাওয়ার করুণ আকুতি ।
না কি শুধুই দ্যাখো চেয়ে
সীমা হীন নীলিমার গায়ে
তাদের নীরব আত্মাহুতি !