ইচ্ছে হলেই বোলো আমায় 
মুখেতে আসে যা কিছু ;
তবু কোনোমতেই আমি আর
হটবনাতো পিঁছু ।


সত্য কথা বলতে এসে
যাই যদিই , যাব ভেসে ,
তবু শাক দিয়ে মাছ ঢাকবনা ,
মিথ্যা আমি আর বলবো না ।


তোমার গাঁয়ে জ্বলে না উনন 
নেতা তুমি , আছো তাই শহরে ;
এসির হাওয়ায় আর কি তোমার
পোড়া মাটির গন্ধ মনে ধরে !


ঝড়ের রাতে কেঁপে ওঠে বুক
পাখির বাসায় ঢোকে জল ।
তুমি রাজা আছ প্রাসাদ গড়ে
আর , পথের পরে লুটোপুটি খায়
যত আমজনতার দল ।


রাস্তার বেহাল দশা
নদীর বাঁধ নড়বড়ে ;
শ্রাবণ ধারায় আবার প্লাবন 
পড়বে জানি আছড়ে ।


ভোটের গোনে বেশ তো দেখাও
ভালো মানুষি রূপ ।
কাজের বেলা তুমি ডুমুর ফুল
এঁটেছ মুখে মস্ত কুলুপ ।


চারিদিকে আজ জ্বলছে আগুন
মরছে মোদের সন্তান সন্ততি ।
কর্মহীন জীবন কাটায়
ওরা , ডিগ্রি ধারি যুবক-যুবতী !


সব দেখেও চুপ করে রও
মুখে নেই কেন কোনো শব্দ ?
জাগো রাম , জাগো রহিম ;
সবে মিলে চলো করি ওরে জব্দ ।