আজ আসিল প্রাণের দ্বারে
অম্বর ও আঁধারিয়া |
জৈষ্ঠের ও দহনে প্রাণ
ফিরাতে , সে যে বরষিয়া |
ওরে ও আঁখি ঢুল না ঘুমে
হরষ জাগে আজ মনে |
ক্লান্ত পত্র ছুঁয়ে দেখ ঐ
বৃষ্টি নামে বনে বনে |
ঘুচিল আজ বহুদিনের
অপেক্ষারো সে প্রহর |
তিমির রাত মায়াবি আজ
করিল , আষাঢ় দোসর |
এমনি মধু লগন মোর
মননে দোলা দিয়ে যায় |
হৃদ দ্বারের ওপারে থাকা ,
ব্যথা সকলি সে ভোলায় |
ঝরঝর এ ধারা তে আমি
ফিরে পাই সুর-গুলি ,
কাড়িয়া ছিল জীবন হতে
নিরুদ্দেশে যারে,মুরলী |