থেকে যাবে নিশ্চুপ রাতের গভীরে
ঝরা তারাটির ক্রন্দন ।
হয়তো মুছে দেবে স্মৃতি চিহ্ন সকলি তার
পূবের ও কোণ ।
হয়তো ভুলেও যাবে ছায়াপথ সব ,
কখনো ফুটেছিল সে ও নীলিমার মাঝে
হাজারো প্রতিশ্রুতির বর্ণালী এঁকে চোখে !
হয়তো ভুলে যাবে ফাগুন হাওয়া
একদিন সে ও জেগেছিল রাত তারি সাথে ;
জোছনার বাসর সাজিয়ে গেয়েছিল গান
মধুচন্দ্রিমায় রাত জাগা কপত্-কপতির মত !
হয়তো ভুলে যাবে চাঁদ ও
তারি সন্নিকটে ছিল প্রতি রাত্রি জেগে
তারি সহচর !
থেমে গ্যাছে আজ স্বপ্ন দেখা সে চোখ ,
ঝরে গ্যাছে মেঘের সাথে লুকোচুরি খেলার
সেই দিন ;
ঘুমিয়ে পড়েছে সে চিরঅমানিশার গর্ভে
গোলাপের ঝরে যাওয়া নিথর পাঁপড়ির মত
অসমাপ্ত গল্পের মুখ্য চরিত্র !