ভয় নেই তোমার ;


এ যুদ্ধের শেষে 
অমরত্ব দেওয়া হবে তোমাকে ।


আলাদা করে দাও মুণ্ডুটা শুধুই
রাহুর ধড় থেকে ।


পিছিয়ে যেও না তুমি এখুনি 
শুনে নাও সকল কথাগুলো আগে ;
তার পর না হয় বিচার কোরো
তুমি যাবে , না কি পিছু ফিরিবে ।


মুক্ত হতে হবে তোমাকে 
সকল পার্থিব মোহ হতে 
নিতে হবে দীক্ষা
মানবতার মহা মন্ত্রের ধ্বনিতে ।


তারপর তরবারি হাতে 
অশ্বারোহী বীরের মত
ছোটাতে হবে তোমার ঘোড়া
পূর্ব হতে পশ্চিম , উত্তর হতে দক্ষিণ 
সমগ্র স্থল , আসমুদ্র হিমাচল ;


রক্ত জবার মতই লাল 
হয়ে উঠবে তোমার তরবারি ,
ঠকঠক করে কাঁপিবে ভয়ে 
দানবের সিংহাসন ,
লুটিবে তব পায়ে সকল দুঃশাসন ।


বিষাক্ত কীটের বক্ষ পরে দাঁড়িয়ে
ওড়াবে শোষণহীন সমাজের ধ্বজা ।


অথবা , বীরের মত করিবে মৃত্যু বরণ !


নিজের জন্য চাহিনাতো কিছুই 
চাই সকলি তোমাদেরি জন্যে ;
গড়ে দিয়ে যাও তুমি এ সমাজ
আগামী সকল প্রজন্মের জন্যে ।


ভয় নেই তোমার ;

এ যুদ্ধের শেষে 
অমরত্ব দেওয়া হবে তোমাকে ।