অঞ্জনা তীরে
সেই বট তলে দাঁড়িয়ে
একলা , সাঁঁঝ বেলা |
পাখির ডাকে
উষ্ণ নিশ্বাসে খুঁজি
হারানো দিন |
মাঝ আকাশেতে
দেখি সেই সাদা বকটি
মেলিল ডানা |
অবাক দৃষ্টে
রইলেম চেয় শূন্য
নীলিমাতেই |
হারিয়ে গেছে
চোখের পলকে সব
মেঘেরো আড়ে !
অনতি দূরে
শিমুল ডালে হারা
স্মৃতির ভিড় |
বাহির হল
সব তারা , চুপকথায়
জঠর ভরা |
এক ঝাঁক জোছোনা
মেখে পলাশ হাত মেলে
আমারে ডাকে |
পূর্ব কোণ হতে
উঁকি দেয় চাঁদ ; প্রিয়-
তমার সাজে |
ফেরালো মোরে
হিমেল হাওয়া , দশ
বছর আগে |
একলা সময়
ফাগুনে শ্রাবণ মেঘ
শুধু গর্জায় |
কেমন আছে
জানিও হে মত্ত ঢেউ
খোঁজ তার পেলে |