হে আগামী 
এখনি রেখো না চরণ তব
এ অভিশপ্ত ধরণী পরে ।


ক্ষণিক সময় দাও আমায়
সরিয়ে নিই সব জঞ্জাল ।


ধুয়ে মুছে দিই মলিনতা যত
কীটের রাজত্বে আগুন দিই
বিষদাঁত ভেঙে নিই কাল সর্পর ।


হিংসা মারামারি 
ভেদাভেদ ও দলাদলি
ধর্মের নামে যত বজ্জাতি 
ঘুচিয়ে দিই সব্বার বাতিক ।


জোনাকিদের ফিরিয়ে আনি
কালো মেঘ সরিয়ে মুক্ত করি
নক্ষত্রদের পাড়া ;
উঠুক চাঁদ হেসে 
নির্মল আকাশ ঘেঁসে…...


তারপর করিব তোমায় আবাহন ;


এসো তুমি তখন 
পবিত্র ধরণীর শান্ত পরিবেশে ।