আমি বৃষ্টি হতে পারিনি !
তবুও আমার কোনো দুঃখ নেই ;
তুমি তো মেঘ হতে পেরেছো
উড়ছো অনন্ত নীলিমায় স্বপ্নের ডানা মেলে ,
আমি তাতেই খুশি |
মায়াবি পাখা মেলতে মেলতে
অনেক উচ্চতায় পৌঁছে গেছো তুমি ,
অবাধ বিচরণ তোমার আজ
চাঁদের দেশে , তারাদের পাড়ায় পাড়ায় |
নীচে চেয়ে দেখবার মত ফুরসত ও নেই তোমার ,
ছায়াপথে রচিছো কত নতুন নতুন গল্প !
অবাক দৃষ্টে চেয়ে আছে জ্যোতিষ্কলোক
তোমার দিকে , আর তুমি
তোমার রূপ লাবন্যে মাতিয়ে রেখেছো তাদেরকে !
বদলে গেছো তুমি অনেকটা ,
হালকা সাজের সেই অপরূপা
সেজেছ কত ভারি ভারি বাহারি গহনার সাজে |
নাকে সোনালী রোদ নোলক ,
রামধনু মাখা জরিপাড় শাড়ি
হাতে জুঁই ফুলের কাঁকন , খোপায় বেল ফুলের সুবাস
আর জোছনা মাখা শরীরে বয়
ঝরনার যৌবন ভরা কলতান |
আজ আর তোমাকে চেনা যায় না
ঝাপসা হয়ে যাওয়া দু'চোখের তারায়
সেই চেনা মুখখানি আলাদা করতে পারিনা
এমন অচেনাদের ভিড়ে !
জানো ,
তোমার ফেলে যাওয়া স্বপ্নিল সে দিনগুলি
দুঃস্বপ্নের চোরা বালিতে হাবুডুবু খায় রোজ !
সাতসাগরার মত্ত ঢেউ এসে ছিনিয়ে নিতে চায়
প্রাণ পাখিটিকে !
বহু কষ্টে আটকে রেখেছি শেষ নিশ্বাস-টিকে !
তবুও তোমার সুখেই খুঁজি আমার সুখ
তোমার দুখই আমার দুখ , তাই
যদি কখনো কষ্ট পাও তখন নাহয় ডেকো আমায় ,
কিছু পারি বা না পারি
তোমার চোখের জল মোছানো
বাতাস হতে পারবো ঠিক |