মেঘের ওপর মেঘ জমে যায়
ঘিরে ধরে আজিকে আঁধার |
দূর হতে আমি দেখিব তোমায়
কাছে তবু ফিরিব না আর |
বজ্র মেঘের রোষানলে
দগ্ধ হল যে হৃদয় আকাশ ,
তুমি তার খোঁজ কি রাখিলে ?
ফিরিবার তাই নাই কোনো আশ |
যায় যদি যাক হৃদ দীপ নিভে
তবু , হাতের আড়াল দিতে কভু
আমি তো তোমায় ডাকিব না |
রিক্ত নীড়ের ব্যথা অনুভবে
যায় যদি যাক প্রাণ তবু
তোমা হাতে হাত আর রাখিব না |
শ্রাবণ ধারায় ভাসাব আমায়
তবুও তোমায় আমি ডাকিব না |