আজি অবেলায় গান কে যে গায়
বসিয়া নিভৃতে অশথের তলে ।
দুপুরের রৌদ্রের তীব্র প্রখরতায়
যেতেছে মুর্ছা যবে প্রাণ সদলবলে ।
তখনি অমন সুধা কে গো দিলে ঢালি
নব প্রণের উচ্ছ্বাস উঠিছে কল্লোলি ।
দূর হতে দূরে শূণ্য হতে মহা শূণ্যে
শুনিছে সকলে প্রতিধ্বনি তার ।
হাহাকার ধ্বনিত হৃদয়ও দহনে
আনিছো ফল্গু ধারারে অনিবার ।
জৈষ্ঠের শাসনে কম্পিত ও প্রান্তর ,
মৃতপ্রায় ফসলে ভরা রক্তাক্ত মাঠ
সাজিছে , দ্যাখি চেয়ে পূণর্বার
তব মৃত্যুঞ্জয়ী সুরেতে অকপট ।
নীলিমায় ঐ মেঘমণ্ডল
সাজায় ঘন কালো বাদল ।
মরাল মরালী করিছে জল কেলি ,
সরোবরে সহচরে মেলিল কমল দৃষ্টি ।
চমকি চমকায় গুরু গুরু গর্জায়
আজি পড়িবে ঝরে অঝোরে বৃষ্টি ।
মোর প্রাণ গাহিছে গুনগুনিয়া গান
তব ও সুরের সকল রাগ ধরে ।
বিচলিত মন শোনেনা তো বারণ
এক ছুটে যেতে চায় বাহিরে,তেপান্তরে ।