পঞ্চভূতের শরীর নিয়ে মিছে বড়াই করো,
স্বপ্নে আকাশ ধরো।
বিলাশবহুল গাড়ি দিয়ে ঘরখানাতে ভরো।
শূন্য হাতে এসেছিলে এই দুনিয়ার পর,
স্বপ্ন দিয়ে ঘর,
বিবেকটাকে হারিয়ে তুমি ছুটলে জীবনভর।
তোমায় যারা করল বড় আপনজনা মিলে,
যেমনি ছোটে চিলে।
এমন বড় করলো যেন সবটা খাবে গিলে।
রক্তটুকু পানি করে করলো বড় যার,
বৃদ্ধ কালের ভার,
সময়মত বুঝিয়ে দিলো আপন তুমি কার।
হরেক রকম আসবাবেতে ঘরখানিতে ভরা,
দেখতে মনোহরা,
বৃদ্ধ মা-বাপ তোমার ঘরে হয়ে আছে জ্বরা।
তোমায় সুখে রাখতে যাদের ভাবনা ছিল খুব,
কষ্টে দিয়ে ডুব,
তারাই আজি তোমার ঘরে খাচ্ছে নাকে চুব।
আপন ভেবে রাখছো যাদের বুকের মাঝে করে,
সারাজীবন ধরে,
ভুলের মাঝে বসত করে রইলে জনম ভরে।
আপন শুধু একজনা যে এই জগতের পর,
ভুললে জীবনভর,
সে জনা যে বসত করে সবার হৃদয় ঘর।