যার হাতে আজ থাকার কথা পাঠ্যমালার বই,
খেলনা পাতিল বেঁচছি দেখো বইগুলো সব কই?
ছোট্ট যখন বাবা আমার মরলো গাড়ির তলে,
মা ছেড়েছে সুখের আশায় পেটটা তো না চলে।
বৃদ্ধ দাদি আর পারে না করতে পরের কাজ,
সেই কারণে লেখাপড়া উঠেই গেছে আজ।
ছোট্ট ভাইয়ের মুখটি চেয়ে নামতে হল পথ,
বাবা নামের বৃক্ষ যখন ছাড়লো সুখের রথ।
পেটের খিদে বড়ই জ্বালা বুঝবে না তো তারা,
এই জগতে অঢেল খাবার নষ্ট করে যারা।
চাওয়ার আগেই সামনে তাদের শখ পূরণের বাহার,
আমি তখন হাতড়ে খুঁজি একটু বাঁচার আহার।
পড়ালেখার ইচ্ছাটাও বিলীন গেল হয়ে,
মনের মাঝে মানুষ হওয়ার স্বপ্ন গেল রয়ে।
তোমরা যারা থাকতে বাবা করছ অবহেলা,
বাবার টাকা নষ্ট করে কাটাও সারাবেলা।
এখন বুঝি বাবা কেমন কষ্ট করে রোজ,
সংসারেরই হাল ধরেছে নেইনি কোন খোঁজ।
থাকতে যারা বুঝছ তো বাবা কত দামী,
হারিয়ে এখন বুঝতে পারি ভুক্তভোগী আমি।