আজ বিকেলে বৃষ্টি ছিল বেশ
সাথে ছিল মেঘের জোরে ডাক,
বেরোবো যে বাধিয়ে মাথার কেশ
বলল উনি 'আজকে যাওয়া থাক'।
শুধাই 'কেন বন্ধ হবে যাওয়া
বৃষ্টি থামুক তারপরেতে যাই,'
বলল 'দেখো বইছে জোরে হাওয়া
যাওয়ার কোন উপায় যে আর নাই।'
ফোন করেছে অজিত আমার কাছ,
আসবে বাসায়, শোনো তোমায় বলি,
আসবো নিয়ে মস্ত বড় মাছ
গাড়ি নিয়ে বড় বাজারে চলি।
কষ্ট পেয়ে কাঁদছিল মনপাখি
বোঝাই কারে তখন মনের কষ্ট,
মনের কোনে ব্যথাখানি রাখি
যাওয়াটা যে হলো আমার নষ্ট।
চোখেরই জল মুছে রুমালটায়
সান্তনাটা মনকে দিলাম আজ,
আজকে যাওয়া নেই যে কপালটায়
পরেরবারে যাবোই ফেলে কাজ।