সকাল থেকে রাত অবধি কর্মে থাকি রত,
সংসার আর চাকুরী নিয়ে ব্যস্ত অবিরত।
সারাদিনের কর্ম শেষে সন্ধ্যা বেলার পরে,
রান্না শেষে একটু বসি টিভি দেখার ঘরে।

টিভির ঘরে মহা জ্বালা অন্তরে না শয়,
সবার তখন টিভি দেখার সময় যেন হয়।
মাটি করে দিয়ে আমার অপেক্ষারই বেলা,
বাপ-বেটাতে যুক্তি করে দেখতে বসে খেলা।

দৌড়ে আসে সিঁথি, পূজা নাগিন দেখবে বলে,
রিমোট এখন তিন হাতেতে চলছে হেলেদুলে।
ছোট মেয়ে খুবই ছোট আড়াই বছর তার,
ওই সময়ই দেখতে হবে কার্টুন গোপাল ভাঁড়।

মনের কষ্ট মনেই রেখে সবার মতে চলি,
তাদের সুখে রাখতে নিজের ইচ্ছাকে দেই বলি।
বেশি না তো, অল্প একটু নেশা আছে মনে,
স্টার জলসার নাটকগুলো দেখি যে গোপনে।

ছেলে-মেয়ের জন্যে যে তাও বিলীন গেল হয়ে,
মনের কোনে এই ব্যাথাটাই গেল শুধু রয়ে।
রিমোট নিয়ে যুদ্ধ দেখে চুপ করে তাই রই,
টিভি দেখার নেশা ছেড়ে পড়ছি এখন বই।।।