কথায় কথায় রাগতে নেই
অভিমানটা রাখতে নেই
দুঃখ পেলেও একটুখানি হাসো,
কথা বেশি বলতে নেই
চুপ করে ও থাকতে নেই
হৃদয় দিয়ে শুধু ভালোবাসো।
পাশে বেশি চলতে নেই
দূরে সরেও থাকতে নেই
বিশ্বাস টা রাখতে যে হয় মনে,
কাছে বেশি আসতে নেই
ভুলেও আবার থাকতে নেই
নয়ত খারাপ বলবে প্রতিজনে।
দেখা বেশি করতে নেই
না দেখেও থাকতে নেই
ভালোবাসা অন্তরেতে রয়,
আলাপ বেশি করতে নেই
না করেও থাকতে নেই
জীবন তবেই হবে মধুময়।
বিশ্বাস বেশি করতে নেই
অবিশ্বাস ও রাখতে নেই
কাঁদবে তুমি একটু যে ভুল হলে,
দূরে বেশি থাকতে নেই
কাছেও বেশি আসতে নেই
ব্যথা দিলে ভাসবে আঁখিজলে।
স্বপ্ন বেশি দেখতে নেই
না দেখেও থাকতে নেই
ভালোবাসা যত্ন করে রেখো,
পরের কথা শুনতে নেই
দুঃখ এলেও ভাঙতে নেই
বন্ধু হয়ে শুধু পাশে থেকো।।