বাজারের ব্যাগ হাতে বাসামুখো যাচ্ছি,
সঙ্গী তো কেউ নেই যাকে আমি চাচ্ছি।
বন্ধের দিন তাই ফাঁকা ফাঁকা রাস্তা,
বাসা গিয়ে তাড়াতাড়ি বানাবো যে নাস্তা।
সবজিতে ভরা আছে হাতে এই ব্যাগটা,
অটো-ভ্যান-রিকসা তো নেই পথে একটা।
নির্জন রাস্তাটা তাই মনে ভয় ভয়,
বিপদটা আসে নাকি জাগে মনে সংশয়।
সবজির দামটা যে হু হু করে বাড়ছে,
অতীতের সব রেট ছাড়ছে তো ছাড়ছে।
গিয়ে দেখো বাজারেতে বলছি যা সত্যি,
কিনলাম বেশি তাও ব্যাগ পুরো ভর্তি।
খানিকটা পথ হেঁটে যেই আমি আসলাম,
এক লোক আসা দেখে সাহসেতে ভাসলাম।
কাছে এসে লোকটার পা নাহি চলল,
পিস্তল বের করে তাক করে বলল--
'ব্যাগটাকে দিয়ে দাও মরতে না চাইলে,
বাজারটা ফের করো জীবনটা পাইলে।'
নতসুরে বলি আমি,'সোনা-দানা সব নাও,
বিনিময়ে সবজির ব্যাগটা শুধু দাও।'
ছিনতাইকারী যেন একেবারে হায়না,
বাজারের ব্যাগ ছাড়া মোটে যেতে চায় না।
ব্যাগটাকে কেড়ে নিলে চুপচাপ রইলাম,
প্রাণভয়ে কেঁপে আমি কথা নাহি কইলাম।