বর্ষা এলেই বিপদ-আপদ ঘোরে চারিপাশ,
সাপের ভয়ে সবাই থাকে কখন করে নাশ।
একটু থাকার জায়গা যখন অথৈ জলের মাঝ,
নাওয়া-খাওয়া শিঁকেয় ওঠে সকাল কিবা সাঁঝ।

দিনের বেলায় ভয়টা যে কম রাতের বেলায় বেশ,
কখন হঠাৎ সাপ এসে কার জীবন করে শেষ।
জলের সাথে ওঠাবসা জলের মাঝে ঘর,
বিপদ চিন্তা আসে তখন শুধুই মাথার পর।

বর্ষা এলে সাপের ভয়ে জীবন বিষাদময়,
স্বজন হারা হয়ে কখন কে যে এতিম হয়।
ঝোপজঙ্গল কাটতে হাতে কাস্তে তুলে নাও,
গর্ত যদি থাকে ঘরে বন্ধ করে দাও।

মেঝের পরে ঘুমানোটা  বাদ রেখে দাও আজ,
টানিয়ে নিও মশারিটা ফেলে হাতের কাজ।
এসিড কার্বলিক কিনে নাও, রাখো ঘরের মাঝে,
আসবে নাতো সাপ কখনও হোক না সময় বাজে।

তারপরেও কাটলে সাপে একটু জেনে নিন,
একশ মিনিট পার না হতেই স্বাস্থ্য সেবা দিন।
আতঙ্কিত হয়ে যেন পায় না রুগী ভয়,
হাসপাতালে নিতে হবে ওঝার কাছে নয়।